কুড়িগ্রামে ২৭ কেজি গাঁজাসহ নৌকা উদ্ধার

|

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে নিয়মিত মাদক বিরোধী অভিযানের সময় নৌকাসহ ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ নভেম্বর) ভোরে ফুলবাড়ি উপজেলার ধরলা নদীর সোনাই কাজী খেয়ার ঘাটে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আজ ভোর আনুমানিক ৫টার সময় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজী গ্রামস্থ ধরলা নদীর ফাড়িঘাট থেকে প্লাস্টিক দিয়ে ৫টি প্যাকেট বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ২৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নৌকা ও ১টি শ্যালো মেশিন, নৌকায় থাকা ৩টি মাছ ধরার জাল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এই ঘটনায় নৌকার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, মাদক কারবারি অত্যন্ত চতুরতার সাথে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের মাদক পাচারের পরিকল্পনা নষ্ট করে দেয়া হয়েছে। এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply