রূপগঞ্জে সাড়ে ৩ হাজার বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

|

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ৩টি পয়েন্টে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল অর্ধ লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা। এরই ধারাবাহিকতায় বুধবার গোলাকান্দাইল এলাকায় উচ্চ চাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া সাড়ে ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply