Site icon Jamuna Television

স্কুল বন্ধ করে বিয়ের অনুষ্ঠান, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়ার যুগিখালি ইউনিয়ন মমতাজ আহমেদ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠান করছেন এরশাদ আলী নামের এক ব্যক্তি। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ছিল এই বৌভাতের আয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

এরশাদ আলী যুগিখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি। একইসাথে তিনি ওই স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদে রয়েছেন।

জানা যায়, স্কুলের কার্যক্রম বন্ধ করে সকাল থেকেই স্কুল মাঠের কোণে চলছিল রান্না-বান্না। স্কুল মাঠজুড়ে করা হয়েছে বৌ-ভাতের অতিথি আপ্যায়নের প্যান্ডেল। তবে আজ স্কুলে কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি।

স্কুল বন্ধ করার অভিযোগের বিষয়ে এরশাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ফোনকল রিসিভ করেননি।

এ বিষয়ে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন, ঘটনা সত্য। স্কুল বন্ধ করে মাঠে বিয়ের আয়োজন করা হয়েছে। তবে কাজটা করা ঠিক হয়নি।

ঘটনার বিষয়ে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বলেন, স্কুল বন্ধ করে বিয়ের আয়োজনের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে উত্তর দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উত্তর পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস

Exit mobile version