Site icon Jamuna Television

বিশ্বকাপে এক গ্লাস পানির জন্য গুনতে হবে ২৮০ টাকা! বিয়ারের দাম প্রায় আকাশছোঁয়া

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

কাতারে অনুষ্ঠিতব্য আসন্ন ফিফা বিশ্বকাপে পানি পানে সমর্থকদের গুনতে হবে মোটা অংকের অর্থ। কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের এক গ্লাস পানির জন্য গুনতে হবে ২৮০ টাকা। আর, আধা লিটার বিয়ারের জন্য ব্যয় হবে ১৪ ডলার; বা বাংলাদেশি টাকায় ১৫০০ টাকা।

এর আগে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও এর অর্ধেকেরও কম দামে বিয়ার কিনতে পেরেছিলেন ফুটবল সমর্থকরা।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়ম করা হয়েছে- বিয়ার খেয়ে যাতে কেউ টালমাটাল হয়ে না পড়ে তাই একজন ব্যক্তি সর্বোচ্চ চার গ্লাস বিয়ার কিনতে পারবেন। তবে, জনসম্মুখে বিয়ার পানের বিষয়ে এখনও কঠোর অবস্থানে আরব দেশটি।

এদিকে, বিয়ারের এমন উচ্চমূল্যে হতাশ খেলা দেখতে আসা সমর্থকরা।

/এসএইচ

Exit mobile version