কাতারবিরোধী আন্দোলনে গা ভাসাতে চান না ফ্রেঞ্চ অধিনায়ক

|

কাতারবিরোধী অবস্থান নিতে খেলোয়াড়দের চাপ দেয়া হচ্ছে বালে জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস।

কাতারে বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের সময় ছয় হাজার শ্রমিকের মৃত্যু ও সমলিঙ্গ বিতর্ক নিয়ে কাতারের বিরুদ্ধে অবস্থান নিতে খেলোয়াড়দের ওপর চাপ দেয়া হচ্ছে। তবে, প্রতিবাদের এ ধারায় গা ভাসাতে চান না ফ্রান্স অধিনায়ক হুগো লরিস।

লরিসের মতে, এখন সবার ফুটবলে মনোযোগ দেয়া উচিত। সেই সঙ্গে কাতারবিরোধী অবস্থান নিতে খেলোয়াড়দের ওপর অনেক বেশি চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন এ গোলরক্ষক।

এর আগে, এবারের বিশ্বকাপের ৯টি দলের অধিনায়কেরা রংধনু–অঙ্কিত আর্মব্যান্ড পরে খেলতে নামবেন বলেও জানিয়েছেন। এই ৯ অধিনায়কের একজন লরিসও। তবে শেষদিকে এসে নিজের অবস্থান থেকে সরে এসেছেন লরিস। কাতারের নিজস্ব সংস্কৃতির প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত বলেও মনে করেন এ ফরাসি অধিনায়ক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply