ওমানের বিপক্ষে কষ্টার্জিত জয় জার্মানির

|

ছবি: সংগ্রহীত

কাতার বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে ফুটবল পরাশক্তি দল জার্মানি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওমানের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে তারা। ওমানের বিপক্ষে জিততে রীতিমত ঘাম ঝরাতে হয় জার্মানদের। ম্যাচের ৮০ মিনিটের মাথায় নিকলাস ফুলক্রগের একমাত্র গোলে জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে জার্মানরা।

ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকে একাধিক আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭১ শতাংশ ভাগ বল জার্মানদের নিয়ন্ত্রণ ছিল। এরপরেও প্রথমার্ধ গোলশূন্য ড্র থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শীর্ষরা। ৭৯ মিনিট পর্যন্ত জার্মানদের গোল বঞ্চিত রেখেছিল ওমান।

তবে ৮০ মিনিটের মাথায় ওমানের শক্ত রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়ান নিকলাস ফুলক্রগ। জার্মান জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। পুরো ম্যাচে ১৯টি শট নেন জার্মান খেলোয়াড়েরা।

কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে জার্মানি। এই গ্রুপের অন্য তিন দল স্পেন, কোস্টারিকা ও জাপান। আগামী ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্লিকের দল।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply