ফারদিন হত্যায় ডিবির নজরদারিতে লেগুনা ড্রাইভার ও হেলপার

|

হত্যাকাণ্ডের রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে যাত্রাবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় যাত্রাবাড়ি রুটের এক লেগুনা ড্রাইভার ও হেলপার নজরদারিতে আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন-অর রশীদ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, রাত সোয়া ২টার দিকে সাদা গেঞ্জি পরা একজন তাকে লেগুনাতে তুলে নেয়। সেখান থেকে লেগুনাটি তারাবো বিশ্বরোডের দিকে যায়। সেসময় গাড়িতে ৩-৪ জন লোক ছিল।

হারুন-অর রশীদ আরও জানান, ফারদিনকে সুলতানা কামাল সেতুর দিকে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ৯টা ৪৫ মিনিটে ফারদিনের লোকেশন ছিল রামপুরা। আর রাত ১১টার দিকে অবস্থান ছিল জিনজিরা, গুলিস্তান, যাত্রাবাড়ি।

চনপাড়ায় ফারদিনের যাওয়ার কথা নয় বলে এ সময় উল্লেখ করেন ডিএমপির ডিবি প্রধান। জানান, ফারদিনকে সেখানে হত্যার কথা না। তাকে লেগুনায় জোর করে নাকি ফুঁসলিয়ে তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply