ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল: কাফু

|

ছবি: সংগৃহীত।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে ব্রাজিল। এবারের বিশ্বকাপ নিয়ে এমন মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডার।

২০০২ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল অধিনায়ক কাফুর সেই সোনালি ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য আজও ভক্তদের স্মৃতির পাতায় জ্বলজ্বলে। সেলেসাওদের সেই পঞ্চম বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে বিশটি বছর। বিগত চার বিশ্বকাপের একবারও ফাইনাল পর্যন্ত পৌঁছানোর সুযোগ হয়নি হলুদ জার্সিধারিদের। শেষবার ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফির স্বাদ এনে দেয়া কাফুর মতেও সেলেসাওরা ট্রফি খরা ঘোচাতে পারে কাতার বিশ্বকাপে।

কাফু বলেন, ব্রাজিল-ফ্রান্স ফাইনাল হলে সেটি হবে দুর্দান্ত। ব্রাজিল ২০ বছর ধরে সাফল্য পায়নি। এবার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারলে ব্রাজিলের জন্য দারুণ এক অর্জন হবে সেটা।

১৯৯৮ বিশ্বকাপে দেখা গিয়েছিলো ব্রাজিল-ফ্রান্স ফাইনাল। ওই ম্যাচেও ছিলেন কাফু। কিন্তু ফরাসিদের কাছে হেরে হতাশায় মুখ লুকাতে হয়েছিল সেলেসাওদের। এবার প্রতিশোধের পালা। ব্রাজিলের হয়ে দুই বার বিশ্বকাপ জেতা সাবেক এই ডিফেন্ডার এঁকে দিয়েছেন সেমিফাইনালের ছকও।

কাফু বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সেমিফাইনাল মোটেও সহজ কিছু নয়। দুটো দলই বিশ্বের অন্যতম সেরা। অন্যদিকে ফ্রান্স ও পর্তুগাল খেলবে সেমিফাইনালে। আমি মনে করি, ফাইনাল খেলবে ব্রাজিল ও ফ্রান্স।

এর আগে ব্রাজিলের বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা টিম কাহিল। কাফুর সাথে পার্থক্য শুধু ভবিষ্যদ্বাণীতে কাহিল বলেছেন বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ব্রাজিল।
গ্রুপ ‘জি’ তে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের সাথে মুখোমুখি হওয়ার আগে, শুক্রবার (২৫ নভেম্বর) সার্বিয়ার বিরুদ্ধের ম্যাচ দিয়ে ‘মিশন হেক্সা’ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply