আলোচনার সবকিছু গণমাধ্যমে ফাঁস হলো কেনো? ট্রুডোকে প্রশ্ন উত্তেজিত শি’র

|

ছবি: সংগৃহীত।

চীন-কানাডা আলোচনা নিয়ে গণমাধ্যমে মুখ খোলায় জাস্টিন ট্রুডোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পাল্টা জবাব দিয়েছেন ট্রুডোও। জি টোয়েন্টি সম্মেলনে বেশ উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় এ দুই নেতাকে। এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে। খবর দ্য গার্ডিয়ানের।

বুধবার (১৬ নভেম্বর) বালিতে জি টোয়েন্টি সম্মেলনে মুখোমুখি হন শি-ট্রুডো। দোভাষীর মাধ্যমে সেখানে আলাপ করেন তারা। এ সময় অভিযোগ করে শি বলেন, দু’জনের আলোচনার সবকিছুই পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটা ঠিক হয়নি। জবাবে ট্রুডো বলেন, স্বচ্ছ ও মুক্ত আলোচনায় বিশ্বাস করে কানাডা। পরে অবশ্য হাসিমুখে করমর্দন করে বিদায় নেন দুই নেতা।

এর আগে মঙ্গলবার জি টোয়েন্টি সম্মেলনের সাইডলাইনে ১০ মিনিটের এক অনানুষ্ঠানিক বৈঠক করেন শি জিনপিং এবং জাস্টিন ট্রুডো। সেখানে চীনের গুপ্তচরবৃত্তি ও কানাডার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানান কানাডার প্রধানমন্ত্রী। এ বিষয়ে পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ট্রুডো। এ ঘটনাতেই চটে যান শি জিনপিং।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply