জনজীবনে মূল্যস্ফীতির বিরূপ প্রভাব পড়েছে: সানেম

|

মূল্যস্ফীতির বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। সীমিত আয়ের মানুষ বিপাকে পড়েছে। এজন্য শুধু বৈশ্বিক প্রেক্ষাপট দায়ী নয়। জন সাধারণের জীবনে স্বস্তি ফেরাতে কাঠামোগত সংস্কার প্রয়োজন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ‘বাংলাদেশের অর্থনীতি: উদ্বেগের জায়গা ও করণীয়’ বিষয়ে ওয়েবিনারে এই তথ্য তুলে ধরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। সংস্থাটি কৃষি খাতে গুরুত্ব আরোপ করেছে।

সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলেন, অর্থনীতির সংকট উত্তরণের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রার লেনদেন পদ্ধতির তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, রিজার্ভ ব্যবস্থাপনায় মনোযোগী হওয়া প্রয়োজন।

সেলিম রহমান বলেন, অর্থ পাচার রোধে এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন। প্রবাসীরা যাতে সহজেই বৈধ পথে অর্থ পাঠাতে পারে, সেজন্যে প্রচার চালানোর আহ্বান জানান তিনি। আরও বলেন, হুন্ডিবাজদের প্রতিরোধে তৎপরতা বাড়াতে হবে। আর্থিক খাত সংস্কারের পরামর্শ দিয়েছে সানেম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply