Site icon Jamuna Television

টুইটারকর্মীদের ওপর নতুন খড়গ; ৮ ঘণ্টার বেশি কাজ না করলেই ছাঁটাই

ছবি: সংগৃহীত

টুইটার কর্মীদের করতে হবে ৮ ঘণ্টার অতিরিক্ত কাজ নতুবা, দিতে পারেন ইস্তফা। বুধবার (১৬ নভেম্বর) এমন ঘোষণাই দিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক। কর্মীদের পাঠানো ই-মেইলের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

মেইলে উল্লেখ করা হয়, টুইটারের উন্নতির জন্য দীর্ঘসময় কাজ করার মানসিকতা রাখতে হবে। সেই শর্তে, বৃহস্পতিবারের মধ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে টুইটারকর্মীদের।

মেইলে আরও জানানো হয়েছে, টুইটারের নতুন বিধিমালার সাথে থাকতে হলে করতে স্থানীয় সময় বিকাল ৫টার মধ্যে নিবন্ধন করতে হবে কর্মীদের। নতুবা, ৩ মাসের বেতনভাতা নিয়ে যে কেউ চাকরি ছাড়তে পারেন। আগামী বছরের লোকসান এড়াতে দিনরাত কাজ করার কোনো বিকল্প নেই।

ইলন মাস্কের দাবি, দিনে ৪০ লাখ ডলার হারাচ্ছে টুইটার। সেটি কমাতেই, অর্ধেকের বেশি কর্মীকে ছাটাই করেছেন তিনি।

প্রসঙ্গত, গত মাসেই, ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরইমধ্যে, তার বেশ কয়েকদফা কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের।

/এসএইচ

Exit mobile version