পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ নিয়ে উত্তেজনার মধ্যেই আবারও ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় জাপোরিঝিয়ায় নিহত হয়েছেন অন্তত ২ জন। খবর বিবিসির।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) একযোগে ক্ষেপণাস্ত্র আর রকেট হামলা চলে কিয়েভ, নিপ্রো, জাপোরিঝিয়াসহ অন্তত ৬ অঞ্চলে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুত কেন্দ্র এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। এছাড়াও বেশ কয়েকটি গ্যাস উত্তোলন কেন্দ্রেও ছোড়া হয় মিসাইল। নিপ্রো অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস হয়ে গেছে হামলায়।
প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গোলাবর্ষণও করে রুশ বাহিনী। এসব হামলায় আহত হয়েছেন বহু মানুষ। হামলার পরপরই জারি করা হয় রেড অ্যালার্ট। বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে বেসামরিকদের।
/এসএইচ
Leave a reply