চাঁপাইনবাবগঞ্জে অবৈধ বিদেশি পিস্তুলসহ এনজিও মালিক গ্রেফতার

|

স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে একটি বিদেশি অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ মধুমতি নামের এক এনজিও মালিককে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। অস্ত্র আইনে মামলা দায়েরের পরে বিকেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চৌডালা সেতুর টোলঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মাসুদ রানা (৩৫)। তিনি শিবগঞ্জ সমাজ সেবা কার্যালয় থেকে নিবন্ধনকৃত মধুমতি নামক একটি এনজিও ব্যবস্থাপনা পরিচালক এবং লাল সবুজের কণ্ঠ নামক একটি অনিবন্ধিত অনলাইন পত্রিকার প্রকাশক।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে চৌডালা সেতুর টোল ঘরের পাশ থেকে অবৈধভাবে নিজ হেফাজতে রাখা একটি আমেরিকার তৈরি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি বিক্রির উদ্দেশে বহনের অভিযোগে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply