পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ: আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড়

|

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় চলছে। ঘটনার সাথে কোনপক্ষ জড়িত তা নিয়ে সুরাহা হয়নি এখনও। তা স্বত্ত্বেও জাতিসংঘে পশ্চিমা দেশগুলোর তোপের মুখে মস্কো। আর রাশিয়ার দাবি, যুদ্ধে ন্যাটোকে জড়াতেই ক্ষেপণাস্ত্র হামলার নাটক সাজানো হয়েছে। খবর রয়টার্সের।

এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে ন্যাটো। সামরিক জোটটির মহাসচিব জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ইউক্রেনের অংশ থেকে ছোঁড়া হতে পারে ক্ষেপণাস্ত্র। তবে তা নিছকই আত্মরক্ষার জন্য, হামলার উদ্দেশ্যে নয়।
স্থানীয় সময় গেল মঙ্গলবার বিকেলে ইউক্রেনের সীমান্তবর্তী পোলিশ গ্রাম প্রজেওডোতে আঘাত হানে দুইটি ক্ষেপণাস্ত্র। শস্য শুকানোর একটি মাঠে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে নিহত হয় দুইজন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply