ইরানে চলমান বিক্ষোভে বেপরোয়া গুলিতে ২ শিশুসহ নিহত ৯

|

দক্ষিণ ইরানে বিক্ষোভ চলাকালে মোটরবাইকে করে দু’টি পৃথক হামলায় এক নারী ও দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেনসি এ তথ্য জানায়।

ইরানের খুজেস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন বিচার বিভাগীয় কর্মকর্তা বলেছেন, বুধবার ইজেহতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম হামলার পর তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, খুজেস্তানের ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুটি মোটরসাইকেলে চড়ে আততায়ীরা ইজেহ শহরের একটি কেন্দ্রীয় বাজারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে গুলি চালায়। এতে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়।

এর আগে গেলো ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধীদের চিহ্নিত করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply