কোন ক্লাবের কতজন খেলছেন বিশ্বকাপে?

|

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সব দল সেরেছে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপের দলগুলোর স্কোয়াডে বিভিন্ন লিগের দাপিয়ে বেড়ানো ফুটবলারদেরই আধিক্য। তবে কোন ক্লাবের বেশি প্রতিনিধি আছে এবারের বিশ্বকাপে তা কি ভেবেছেন কখনও? এক নজরে দেখে নেবো বিশ্বকাপের এবারের আসরে সর্বোচ্চ প্রতিনিধিত্ব করা ৫ ক্লাব ও তাদের ফুটবলারদের নাম:

বায়ার্ন মিউনিখ (১৭ জন ফুটবলার)

এবারের বিশ্বকাপে খেলতে আসা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১৭ জন এসেছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে। যেখানে ৭ জন ফুটবলার খেলছেন জার্মানির হয়ে। বাকিরা হলেন-

এরিক ম্যাক্সিম (ক্যামেরুন),  কিংসলে কোম্যান, বেনজামিন পাভাড, লুকাস হের্নান্দেজ, ডেউ পামিকানো (ফ্রান্স), ম্যাথিস ডি লাইট (নেদারল্যান্ডস), ম্যানুয়েল ন্যুয়ের, থমাস মুলার, লেরয় সানে, জামাল মোসিয়ালা, লেওন গোরেৎজকা, সার্জে গিনাব্রি, জসুয়া কিমিচ (জার্মানি), সাদিও মানে (সেনেগাল), নোউসারি মাজরাউই (মরক্কো), জোসিপ স্টানিসিচ (ক্রোয়েশিয়া), আলফোনসো ডেভিস (কানাডা)  

বার্সেলোনা (১৬ জন ফুটবলার)

দলের মধ্যে সবচেয়ে ইয়াং টেলেন্টেড ফুটবলার থাকার পরও ১৬ জন ফুটবল বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন বার্সা থেকে। যেখানে স্পেনে খেলা ফুটবলারদের সংখ্যাটাই বেশি।

এরিক গার্সিয়া, জর্ডি আলবা, পেদ্রি, বুসকাটস, আনসু ফাতি, ফেরান তোরেস (স্পেন), জুলস কুন্ড, উসমান ডেম্বেলে (ফ্রান্স), ফ্রেঙ্কি ডি ইয়ং, মেমফিস ডিপাই (নেদারল্যান্ডস), রাফিনহা(ব্রাজিল), রোনাল্ড আরাউজো (উরুগুয়ে), টের স্টেগেন (জার্মানি), রবার্ট লেভানদভস্কি (পোল্যান্ড)

ম্যানচেস্টার ইউনাইটেড (১৬ জন ফুটবলার)

বার্সেলোনার মতো ১৬ জন ফুটবলার রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও। গেলো দলবদলে সেরাদের দলে নিয়ে রেড ডেভিলরা আভাস দিয়েছিলো ভালো কিছু করার। কিন্তু এতো তারকার পরও ভালো নেই তারা। যদিও বিশ্বকাপের প্রেক্ষাপট ভিন্ন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিশ্বকাপের প্রতিনিধিত্ব করছেন-

এন্টোনি, ক্যাসেমিরো, ফ্রেড, অ্যালেক্স টেলেস (ব্রাজিল), ক্রিস্টিয়ান এরিকসন (ডেনমার্ক), রাফায়েল ভারানে (ফ্রান্স), হ্যারি ম্যাগুয়ের, লুক শ, মার্কোস রাশফোর্ড (ইংল্যান্ড), দিয়াগো দালোত, ব্রুনো ফার্নান্দেস, ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ফাকুন্দো পেলিস্টি (উরুগুয়ে), টিরেল মালাসিয়া(নেদারল্যান্ডস), হেনিবল মেজব্রি (তিউনিশিয়া), লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা)

ম্যানচেস্টার সিটি (১৫ জন ফুটবলার)

আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির ডেরা থেকে এবার বিশ্বকাপ মাতাতে গেছেন ১৫ জন ফুটবলার। যেখানে সর্বোচ্চ ৫ জন ফুটবলার রয়েছেন ইংল্যান্ডের। দলের বাকি সদস্যরা হলেন-

ম্যানুয়েল আকানজি (সুইজারল্যান্ড), এডারসন (ব্রাজিল), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম), ইকায় গুন্ডুগান(জার্মানি), জন স্টোনস, কাইল ওয়াকার, কালভিন ফিলিপস, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ(ইংল্যান্ড), জোয়াও ক্যানসেলো, রুবেন ডিয়াস, বের্নার্দো সিলভা(পর্তুগাল), নাথান একি (নেদারল্যান্ডস), এমিরিক লাপোর্তে, রদ্রি (স্পেন)

রিয়াল মাদ্রিদ (১৩ জন ফুটবলার)

লস ব্লাঙ্কোদের থেকে ১৩ জন নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করবে এবারের বিশ্বকাপে। ব্রাজিল আর ফ্রান্সের সর্বোচ্চ ৩ জন করে ফুটবলার রয়েছে রিয়াল মাদ্রিদে।

থিবো কর্তোয়া, ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম), ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতাও (ব্রাজিল), দানি কারভাহাল, মার্কো এসেনসিও (স্পেন), এন্টোনিও রুডিগার(জার্মানি), কারিম বেনজেমা, উহেলিয়ান চুয়ামেনি, এডুয়ার্ডো ক্যামেভিঙ্গা (ফ্রান্স), ফেডেরিকো ভালভার্দে(উরুগুয়ে), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply