টিকটক এফবিআইকে এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে: এফবিআই প্রধান

|

টিকটক লোগো (বামে), এফবিআই প্রধান ক্রিস্টোফার রে (ডানে)। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে একাধিক অভিযোগ এসেছে বিভিন্ন সময়। তবে এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ তদন্তকারী সংস্থা এফবিআই এনিয়ে গুরুতর অভিযোগ তুলেছে। দাবি করা হচ্ছে, চীনা এই অ্যাপটি যুক্তরাষ্ট্রের জন্য জাতিগত নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এই অ্যাপ দ্বারা মার্কিন নাগরিকদের তথ্য ব্যবহার করছে চীনা সরকার, এমন দাবি তুলেছে এফবিআই। খবর ইয়নের।

মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিরাপত্তা কমিটির শুনানিতে এমন দাবি করেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। তিনি বলেন, টিকটককে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রায় ৮ কোটি মার্কিন নাগরিকের তথ্য হাতিয়ে নিচ্ছে চীনা সরকার। টিকটকের মাধ্যমে লক্ষ লক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত ও ব্যবসায়ীক বিভিন্ন তথ্য নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে চীনা সরকার এবং ইচ্ছামতো এসব তথ্য ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করতেও সক্ষম হচ্ছে তারা।

এফবিআই প্রধান বলেন, বর্তমানে টিকটক সাইবার নিরাপত্তার জন্য একটি উদ্বেগজনক ও হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি এফবিআইকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন ক্রিস্টোফার রে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply