অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আরও ৪ মাস বাড়লো কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ চুক্তির মেয়াদ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করে ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা। খবর আল জাজিরার।
এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবৃতিতে জানান, গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাধাবিঘ্ন ছাড়াই শস্য ও পণ্য পরিবহন হোক, এটাই প্রত্যাশা। একইসাথে বলেন, রাশিয়া থেকে বীজ-সার রফতানিতে যেসব সংকট রয়েছে, সেগুলো সমাধানেও কাজ করবে জাতিসংঘ।
টুইটবার্তায় মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। জুলাইতে খাদ্য সরবরাহ রুট চালুর মধ্যস্থতা করে তুরস্ক। যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন করে সমঝোতা চুক্তিসই। কিন্তু কৃষ্ণ সাগরে টহলরত জাহাজের ওপর মিসাইল হামলার জেরে, গেলো মাসে সরবরাহ বন্ধের ঘোষণা দেয় রাশিয়া।
এটিএম/
Leave a reply