জাপানি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেন পররাষ্ট্র সচিব: শাহরিয়ার আলম

|

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ফাইল ছবি

নির্বাচন নিয়ে মন্তব্য করার পর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে ডেকে নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বাংলাদেশ ও পর্তুগালের মন্ত্রী পর্যায়ে প্রথম রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শাহরিয়ার আলম বলেন, আমি তো তাকে ডাকার কথা বলিনি। তাকে যা বলার পররাষ্ট্র সচিবই বলেছেন।

এদিকে, সিভিল সোসাইটি ও কূটনীতি নিয়ে কাজ করেন এমন কিছু মানুষের সাথে মতবিনিময় করেছেন ঢাকায় সফররত পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সচিব ড. ফ্রান্সিসকো আন্দ্রে, এমনটিই জানিয়েছেন শাহরিয়ার আলম। বলেন, মতবিনিময় সভায় দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। ভারতে গিয়ে নয়, বাংলাদেশ থেকেই ভিসা প্রসেসিং করার বিষয়ে পর্তুগাল আশ্বস্ত করেছে বলে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply