ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পৈতৃক বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা

|

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করলো বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে দেশটির পশ্চিম মারকাজি প্রদেশের খোমেইন শহরের এই নেতার বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। খবর এএফপির।

এএফপির শেয়ার করা ফুটেজে দেখা যায়, ফুলাদ-শেহের এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এসময় তারা খামেনির অপশাসনের অবসান চেয়ে শ্লোগান দেন। তার বিলাসবহুল বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। বেসরকারি গণমাধ্যমগুলো তথ্য নিশ্চিত করলেও অস্বীকার করছে রাষ্ট্রীয় টেলিভিশন।

বলা হয়, খোমেনি খোমেইন শহরের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকেই তার নামের উপাধিটি এসেছে। ১৯৮৯ সালে খোমেনি মারা যাওয়ার পর উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ধর্মগুরুরা রয়েছেন।

পরে বাড়িটিকে খোমেনির স্মৃতি জাদুঘরে পরিণত করা হয়। এতে কী ধরনের ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এর আগে হিজাব ঠিক মতো না পরার দায়ে গ্রেফতার মাহাসা আমিনির মৃত্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা ইরানে। যা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের নেতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply