সিলেটে বিএনপির গণসমাবেশ: ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা

|

সিলেট ব্যুরো:

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে উৎসবমুখর নগরী, উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরাও। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে আশপাশের জেলাগুলো থেকে সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে বৃহস্পতিবারই অনেক নেতাকর্মী সিলেটে পৌঁছান। রাতে অবস্থান করেন সমাবেশস্থলেই। বিএনপির নেতাকর্মীরা বলছেন, পরিবহন ধর্মঘট বাধা হতে পারেনি। গণসমাবেশের প্রস্তুতি তদারকি করছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সব বাধা পেরিয়ে জনগণ সমাবেশ সফল করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

গণপরিবহন বন্ধ থাকায় ট্রেনে করে বিএনপির নেতাকর্মীদের সিলেটের সমাবেশে আসতে দেখা গেছে। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় সিলেট রেলওয়ে স্টেশনে চট্টগ্ৰাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেসে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। ট্রেন থেকে নেমে স্লোগান দিয়ে মিছিল করে তারা সমাবেশস্থলে আসেন।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ আয়োজন করেছে দলটি। এটি তাদের সপ্তম বিভাগীয় গণসমাবেশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply