টেকঅফের সময় হঠাৎ সামনে ফায়ার ব্রিগেডের ট্রাক, পেরুর বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

অবতরণের সময় নাটকীয় দুর্ঘটনায় পড়লো পেরুর একটি যাত্রীবাহী বিমান। উড্ডয়নের সময়ই হঠাৎ রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ফায়ার ব্রিগেডের ট্রাকের সাথে ধাক্কা লাগে বিমানটির। সাথে সাথেই আগুন ধরে যায় তাতে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। এ ঘটনায় মারা গেছেন ওই ট্রাকে থাকা দুজন ফায়ার ফাইটার। আরও এক কর্মী গুরুতর অবস্থায় চিকিৎসারত। খবর বিবিসির।

শুক্রবার (১৮ নভেম্বর) এ বিরল দৃশ্যের সাক্ষী হয় জর্জ শ্যাভেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় ওই বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রুয়ের প্রাণহানি ঘটেনি। তবে আঘাত পাওয়ার কারণে ২০ জন যাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর।

https://twitter.com/AlertaNews24/status/1593719034343821318?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593719034343821318%7Ctwgr%5Efe798cc46f09880ee3f77ba146c5a5565213c1a7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Fnews%2Fworld-latin-america-63685564

এদিকে, বিমান টেকঅফের সময় হঠাৎ কেনো ফায়ার ব্রিগেডের ওই ট্রাক সেখানে হাজির হয় তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। বিমান কর্তৃপক্ষ বলেছে, টেকঅফের আগে পাইলটকে বলা হয়েছিল, রানওয়ে পরিষ্কার আছে। কিন্তু হঠাৎ কেনো ট্রাকটি সেখানে মাঝ রানওয়েতে গিয়ে দাঁড়ায় তা আমাদের ধারণা নেই। আমরা তাদের সাহায্য তখন চাইনি। এ নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply