শিগগিরই নতুন সেনাপ্রধান পাচ্ছে পাকিস্তান

|

সেনা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

শিগগিরই নতুন সেনাপ্রধান পেতে যাচ্ছে পাকিস্তান। দু’দিনের মধ্যেই দেশটির নতুন আর্মি চীফের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খবর জিও নিউজের।

শুক্রবার (১৮ নভেম্বর) এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

তিনি বলেন, নতুন সেনাপ্রধান নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন প্রধানমন্ত্রী শেহবাজ। দু’একদিনের মধ্যেই কাগজপত্রের কাজ শেষ হবে।

এদিকে এমন এক সময় দেশটিতে নতুন সেনাপ্রধান দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন বিরোধী নেতা ইমরান খানের ডাকে উত্তাল রাজপথ। দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার বড় ধরনের সমালোচক ইমরান। এমনকি তাকে পদ থেকে সরাতেও সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী করেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর অবসরে যাবেন পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply