নরসিংদীতে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত ৫

|

প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয় আরও ৫ জন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজগর আলী (৫৫)। আহতরা হলো, চান মিয়া, বাচ্চু মিয়া, শাহীন মিয়া এবং অজ্ঞাত আরও ২ জন।

স্থানীয়রা জানায়, ৫ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। ৫ মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেঁটাযুদ্ধ বাধে। ওই সময় টেটার আঘাতে খালেক গ্রুপের ১ জনের মৃত্যু হয় এবং টেঁটাবিদ্ধ হয়ে আহত হয় উভয় পক্ষের আরও ৫ জন।আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভৈরবের একাধিক ক্লিনিকে নেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply