রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে একটি ভবন ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১ জন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনটি আংশিক ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স’র।
আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বলা হয়েছে, শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আংশিক ধসে পড়া একটি ৫ তলা ভবনের জঞ্জালের নিচ থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান এখনো চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো বলেন, ভবনটিতে বসবাসকারী ৩৩ জনের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এএআর/
Leave a reply