বিপিএল: সরাসরি দল পেলেন না মুশফিক-মাহমুদউল্লাহ!

|

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাত দলের সরাসরি স্বাক্ষরকৃত দেশীয় ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন সাত ক্রিকেটার। তবে সরাসরি কোনো দল পাননি দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার (১৯ নভেম্বর) বিসিবি প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সরাসরি চুক্তিবদ্ধ হতে না পারাদের এ তালিকায় আছেন সময়ের সেরা ব্যাটার লিটন দাসও। যদিও চলতি বছর নিজের ব্যাটিং ক্যারিয়ারের সুসময় পার করছেন তিনি।

জানা গেছে, মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। আর মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কত্ব হারিয়ে বাদ পড়েছেন দল থেকেও। তবে লিটন দাসের দল না পাওয়া অপ্রত্যাশিত; যেখানে দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তাজা, তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের মতো সিনিয়র আর আফিফ হোসেন ধ্রুবর মতো তরুণ ক্রিকেটাররা।

সরাসরি যারা যে দল পেয়েছেন-

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : আফিফ হোসেন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মোস্তাফিজুর রহমান
ঢাকা : তাসকিন আহমেদ
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান
খুলনা টাইগার্স : তামিম ইকবাল খান
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান
সিলেট স্ট্রাইকার্স : মাশরাফী বিন মোর্ত্তাজা

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply