চলতি সপ্তাহে আর্টিলারি হামলায় ৬০ রুশ সেনা নিহত: ইউক্রেন

|

চলতি সপ্তাহে দূরপাল্লার আর্টিলারি হামলায় প্রায় ৬০ জন রুশ সৈন্য নিহত হয়েছে। এমনটাই দাবি করেছে কিয়েভ। এ নিয়ে গত চার দিনের মধ্যে দ্বিতীয়বার বড় ধরনের হতাহতের দাবি করলো তারা।

শনিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইউক্রনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে ৬০ জন রুশ সেনা নিহত হয়। এর আগে চলতি মাসের শুরুতে রুশ সেনারা শহরটি ত্যাগ করে।

এ বিষয়ে রুশ প্রতিরক্ষা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাছাড়া রয়টার্স স্বাধীনভাবে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply