ভ্যালেন্সিয়ার গোলে উড়ে গেলো ম্যাচ পাতানোর অভিযোগ

|

ছবি: সংগৃহীত

পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হয়েছে ইউকুয়েডর। খেলার ১৬ মিনিটেই পেনাল্টি থেকে ইনার ভ্যালেন্সিয়া ইকুয়েডরকে এগিয়ে নেন।

আর এই গোলের মাধ্যমে পাতানো ম্যাচের গুজব যারা ছড়িয়েছিলেন তাদের মুখে কুলুপ এঁটে দিলেন।

এর আগে, কৌশলগত রাজনীতি বিশেষজ্ঞ আমজাদ তাহা কাতারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর এক অভিযোগের কথা জানিয়ে টুইট করেছেন, যিনি বাহরাইনে অবস্থিত ব্রিটিনের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালকও। গত ১৭ নভেম্বর নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই অভিযোগ তুলেন তিনি।

আরও পড়ুন: বিস্ফোরক অভিযোগ, ম্যাচ জিততে ইকুয়েডরের আট ফুটবলারকে ঘুষ দিয়েছে কাতার!

আমজাদ দাবি করেন, বিশ্বকাপে ম্যাচ জিততে ইকুয়েডরের আট খেলোয়াড়কে ৭.৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় যা প্রায় ৭৫ কোটি) ঘুষ দিয়েছে কাতার। বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে এসব অভিযোগ বিশ্ব ফুটবলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। খবর ইনসাইড স্পোর্টস’র।

Image

আমজাদের টুইটে বলা হয়, ম্যাচের ব্যবধান হবে ১-০। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফল নির্ধারণী গোলটি হবে কাতারের পক্ষে।

তিনি আরও জানান, ইকুয়েডর ও কাতারের বিশ্বস্ত পাঁচটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে তথ্যটি যেন মিথ্যা হয় সেই আশাবাদও ব্যক্ত করেছিলেন আমজাদ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply