সীমান্তে বিস্ফোরণের পর পোল্যান্ডকে মিসাইল সিস্টেম দেয়ার ঘোষণা জার্মানির

|

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনর পরিত্যক্ত মিসাইল বিস্ফোরণের পর দেশটির আকাশসীমা নিরাপদ করতে নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দিল জার্মানি। রোববার (২০ নভেম্বর) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এক পত্রিকাকে এ তথ্য জানান। খবর এএফপির।

প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন বলেন, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মিসাইল বিস্ফোরণের পর এক ধরনের আতঙ্কের সূত্রপাত হয়েছে। অনেকে আশঙ্কা করছেন রুশ-ইউক্রেন যুদ্ধ সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে আমরা পোল্যান্ডকে মিসাইল সিস্টেম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গেল সপ্তাহে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ জন নিহত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেন থেকে ছোড়া হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply