বিহারে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ে নিয়ন্ত্রণহীন ট্রাক, নিহত ১২

|

ভারতের বিহারে ধর্মীয় শোভাযাত্রায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন। রোববার (২০ নভেম্বর) রাতের ঐ দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। খবর ইন্ডিয়া ট্যুডের।

প্রশাসন জানায়, বৈশালী জেলায় হয় এ মর্মান্তিক ঘটনা। রাত ৯টা নাগাদ ভূমি দেবতার পূজার উদ্দেশে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলো একদল গ্রামবাসী। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে একটি মালবাহী ট্রাক। গোটা এলাকা তছনছ করে দেয়, চাকার নিচে অনেকে চাপা পড়েন।

প্রাথমিকভাবে বলা হচ্ছে, ত্রুটি থাকার কারণেই এ দুর্ঘটনা। ট্রাক চালককে আটকের পর চলছে জিজ্ঞাসাবাদ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতরা চিকিৎসার জন্য পাবেন ৫০ হাজার রূপি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply