খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ জরুরি অবস্থা। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেব স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, জরুরি অবস্থা চলাকালীন ১২ ঘণ্টার মধ্যে মাটিরাঙ্গা পৌরসভা, বাজার ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোক সমাগম, চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল এবং আইনশৃঙ্খলা পরিপন্থী সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশে বলা হয়, একই সময়ে দুই দলের কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ ঘটনায় আগের রাতে এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply