রাষ্ট্রদূতরা কোড অব কনডাক্ট মেনে চলবেন, এটা আমরা প্রত্যাশা করি। কেননা বাংলাদেশ কিন্তু কলোনি না, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এমন কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (২১ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রীপর্যায়ের সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় মন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা তাদের নিয়ম-শিষ্টাচার অনুযায়ী চলবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ওই সময়ে সেখানকার সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। কিন্তু রাষ্ট্রদূত হওয়ার পর তারা তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রশ্ন করেননি। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করেন। এই কালচার পরিবর্তন করা প্রয়োজন।
ইউএইচ/
Leave a reply