ছাত্রলীগের হাতুড়িপেটায় পা ভেঙে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে। আজ রোববার সকালে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সহপাঠীরা।
তারা জানান, চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্যই ঢাকায় নেয়া হচ্ছে তরিকুলকে। রাজধানীর কোন বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তরিকুলের সহপাঠীরা।
এর আগে গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুরোপুরি চিকিৎসা না দিয়ে তাকে ছাড়পত্র দেয়া হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তরিকুল।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা করেন। তাঁরা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে তরিকুলকে গুরুতর আহত করেন।
Leave a reply