গুরুতর আহত হয়ে মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক

|

বিশ্বকাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই গুরুতর আহত হয়ে মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেরাভান। ম্যাচের ৭ম মিনিটে নিজ দেশের ডিফেন্ডার মাজিদের সাথে সামনাসামনি ধাক্কা লেগে গুরুতর আহত হন ইরানের গোলরক্ষক আলিরেজা বেরানভান। আঘাত এতোটাই গুরুত্বর ছিল যে প্রায় ৮ মিনিট বন্ধ থাকে খেলা। নাক দিয়ে রক্ত ঝড়ে এই ইরানিয়ান গোলরক্ষকের।

প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়তে চাইছিলেন না আলিরেজা। ডাগ আউট থেকে কোচও নির্দেশনা দিচ্ছিলেন গোলরক্ষক পরিবর্তনের, বদলি গোলরক্ষক হোসেন হোসেইনিকে প্রস্তুতও করেন মাঠে নামানোর জন্য। কিন্তু আলিরেজা ছাড়তে চাইছিলেন না মাঠ। খেলবেন বলে পাল্টে ফেলেন রক্তাক্ত জার্সি।

কিন্তু মাথার আঘাতটি গুরুতর হওয়ায় মিনিট দুয়েকের মাথায় আর দাঁড়াতেই পারলেন না এই ইরানিয়ান গোলরক্ষক। মাঠে শুয়ে পড়া এই গোলরক্ষককে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply