কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় সংগীত গায়নি ইরানের ফুটবল দল। নিজ দেশে পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে জাতীয় সংগীত গাওয়া থেকে দলটি বিরত থাকে। খবর সিএনএনের।
উল্লেখ্য, চলমান বিক্ষোভে এর আগে সংবাদ সম্মেলনে সমর্থন জানিয়েছিলেন ইরানের ডিফেন্ডার এহসান হাজসাফি। আর ইরান দলের অধিনায়ক আলিরেজা জাহানবখশ জানিয়েছিলেন, ইরানে চলা বিক্ষোভের সঙ্গে সংহতি জানাতে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকা হবে কিনা, সে সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নেবেন তারা।
দোহারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার (২১ নভেম্বর) ইংলিশদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত বেজে উঠলে ইরানি খেলোয়াড়রা নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকেন।
প্রসঙ্গত, ইরানে ‘সঠিকভাবে’ হিজাব না পরার অভিযোগে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মারা যাওয়ার ঘটনায় দেশজুড়ে কয়েক মাস ধরে চলছে তুমুল বিক্ষোভ। তার মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতার দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে।
এদিকে, হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরু হয়েছে ইরানের। ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোল হেরে যায় দলটি।
/এমএন
Leave a reply