ফের কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত তোকায়েভ

|

কাসিম-জোমার্ট তোকায়েভ আবারও কাজাখস্তানের নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। খবর রয়টার্সের।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণ শেষে জানা গেছে, ৮৩ দশমিক ৩১ শতাংশ ভোটার তোকায়েভকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

সদ্য শেষ হওয়া এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির ৬৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার। তোকায়েভের প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের কারোরই প্রাপ্ত ভোটের পরিমাণ শতাংশ হিসেবে দুই অঙ্ক পেরোতে পারেনি। ৫ দশমিক ৮ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন। এমনকি ভোটের হিসেবে তোকায়েভের পরই দ্বিতীয় স্থান ‘অর্জনে’ সক্ষম হয়েছে ‘না’ ভোট।

এ জয়ের মাধ্যমে পরবর্তী ৭ বছরের জন্য ফের কাজাখস্তানের প্রেসিডেন্ট থাকার বৈধতা পেলেন তোকায়েভ।

২০১৯ সালে প্রথমবারের মতো কাজাখস্তানের প্রেসিডেন্ট হন কাসিম-জোমার্ট তোকায়েভ। কিন্তু চলতি বছর জ্বালানির দাম বাড়ানোর পর ভয়াবহ বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হয় কাজাখস্তানের সরকার। পরে নির্বাচনকালীন সরকার দেশটিতে ক্ষমতাসীন হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply