একসাথে বিশ্বকাপ দেখতে বাড়ি কিনলেন ১৭ বন্ধু!

|

কেরালায় একসাথে বিশ্বকাপ দেখতে এই বাড়িটি কিনেছেন ১৭ বন্ধু।

বিগত ১৫-২০ বছর ধরে একসঙ্গে বিশ্বকাপ ফুটবল দেখে আসছেন তারা। বরাবরের মতো এবারও একসাথে বিশ্বকাপের খেলা দেখবেন। তবে এবার ব্যাপারটা একটু অন্যরকম। শুধুমাত্র খেলা দেখার জন্য পুরো একটা বাড়িই কিনে ফেলেছেন ১৭ জন বন্ধু! অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করেছেন কেরালার ১৭ যুবক। তার থেকেও মজার বিষয় এই ১৭ জনের কেউই নির্দিষ্ট কোনো দলের সমর্থক নন।

কেরালার কোচির কাছে মুন্ডক্কামুগল গ্রামে ১৭ জন ফুটবলপ্রেমী ২৩ লাখ টাকায় কিনেছেন একটি বাড়ি। একসঙ্গে খেলা দেখতেই তাদের এই উদ্যোগ। তাদের কেনা সেই বাড়ি এরইমধ্যে সেজে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল,পর্তুগালের পতাকায়। এছাড়া, বাড়ির দেয়ালজুড়ে রয়েছে মেসি, রোনালদো,নেইমার আর এমবাপ্পেদের ছবি।

জানা গেছে, ১৭ বন্ধুর সাথে খেলা দেখার আমন্ত্রণ পেয়েছেন ওই গ্রামের সবাই। গ্রামের যে কেউ ওই বাড়িতে গিয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন। জানা গেছে, গত ১৫-২০ বছর ধরে একসঙ্গে ফুটবল খেলা দেখে এসেছেন এই ১৭ যুবক ।

ফুটবল বিশ্বকাপ এলেই বিশ্বব্যাপী এমন নানা আয়োজনে মাতেন ফুটবলপ্রেমীরা। সেটিরই অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো কেরালার ১৭ বন্ধুর এই খেলাঘর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply