নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি যুক্তরাষ্ট্র। ক্রিশ্চিয়ান পুলিসিচের বাড়ানো থ্রু বলে দুর্দান্ত ফিনিশিংয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান টিমোথি ওয়েয়াহ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে শুরু থেকেই নান্দনিক ফুটবল খেলার বদলে একে অপরের ওপর আঘাত আর প্রতিঘাতে ব্যস্ত ছিল দুই দল। প্রথমার্ধেই দুই দলের মোট ৪ জন খেলোয়াড় দেখেন হলুদ কার্ড। তবে এমন সংঘাতের মধ্যেও চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। ম্যাচের ৩৫ মিনিটে উইঙ্গার পুলিসিচের বাড়ানো থ্রু বলটিকে ওয়েলসের জাল চেনান ওয়েয়াহ। আর তাতেই ১-০ গোলের লিড পায় ইয়াংকিরা।
বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে।
/আরআইএম
Leave a reply