Site icon Jamuna Television

ইউক্রেনে ৪ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

সামরিক অভিযানের শুরু থেকে রাশিয়া ইউক্রেনে ৪ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। গত রোববার লা ফ্রাঙ্কোফোনির আন্তর্জাতিক সংস্থার সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

জেলেনস্কি বলেন, আজ পূর্ণ মাত্রার যুদ্ধের ২৭০তম দিন। রাশিয়া ৪ হাজার সাতশোর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। রুশ আগ্রাসনে আমাদের শত শত শহর পুড়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বহু মানুষকে জোর করে রাশিয়ায় নির্বাসিত করা হয়েছে। তাদের হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে মস্কো। ৯ মাসের মাথায় জাপোরিঝিয়া, কিয়েভ, ওডেসাসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী।

ইউএইচ/

Exit mobile version