চীনের হেনান প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। সোমবারের এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দু’জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনিয়াং শহরের হাইটেক জোনে হয় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৮টার দিকে হঠাৎ জোরালো বিস্ফোরণ ঘটে। সেখানে প্রায় ৬৩টি ছোটবড় যানবাহন ছিল। সেগুলোর তেলের ট্যাংকার আগুনের সংস্পর্শে এলে, একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় আগুন নেভানোর কাজ চলে। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন; বাড়তে পারে মৃতের সংখ্যা।
ইউএইচ/
Leave a reply