মেসির আর্জেন্টিনার ৩৬ বছরের খরা ঘুচানোর মিশন শুরু

|

ছবি: সংগৃহীত

ফুটবলের মহাযজ্ঞ শুরু হয়ে গেছে দিন দুয়েক আগেই। তবে বিশাল সমর্থকগোষ্ঠীর কাছে যেন তা শুরুর দিন আজ। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর ৩৬ বছরের বৈশ্বিক শিরোপা খরা ঘুচানোর মিশনে আজ নামবে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা আলবিসেলেস্তেরা।

আনহেল ডি মারিয়া, পাওলো দিবালার সাথে বিশ্বকাপের ঠিক আগে দলের প্রাণভোমরা লিওনেল মেসির ইনজুরি নিয়েও শোনা গেছে শঙ্কার খবর। তবে সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশেই থাকছেন মেসি। দলে থাকছেন বড় ম্যাচের ভরসা ডি মারিয়াও। আক্রমণভাগে এই দুইজনের সাথে প্রধান স্ট্রাইকার হিসেবে লাওতারো মার্টিনেজের থাকার সম্ভাবনাই বেশি। ম্যান সিটি ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজও পেতে পারেন প্লেয়িং টাইম।

ইনজুরি থেকে ফেরা ক্রিশ্চিয়ান রোমেরো রক্ষণে নিকোলাস ওটামেন্ডির সাথে জুটি বাধবেন, এমন সম্ভাবনাই বেশি। মলিনা ও তালিয়াফিকো থাকছেন ফুলব্যাক হিসেবে।

মাঝমাঠে রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারেদেসের সাথে আলেহান্দ্রো গোমেজের থাকার সম্ভাবনাই বেশি। ইনজুরিতে ছিটকে পড়া জিওভান্নি লো সেলসোর অভাব অনুভূত হবে কিনা আর্জেন্টিনা শিবিরে, সেটার পরীক্ষাও হয়ে যাবে এক দফা। লিওনেল স্কালোনির দলের জন্য তাই পুরো আসরের জন্য সুর বেধে দেয়ার সময় এখনই। দিয়েগো ম্যারাডোনার চিরপ্রস্থানের পর অনুষ্ঠিত প্রথম এই ফুটবলযজ্ঞকে ধরা হচ্ছে মেসির শেষ বিশ্বকাপ হিসেবেও। দুনিয়াজোড়া সমর্থকদের বিশাল প্রত্যাশার চাপ কীভাবে সামলায় মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা, সেটাই এখন দেখার বিষয়।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, আলেহান্দ্রো গোমেজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি (অধিনায়ক), লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া।

সৌদি আরব একাদশ: মোহামেদ আল-ওয়াইস, আলি আল বুলাইহি, ইয়াসের আল শাহরানি, মোহামেদ কান্নো, সুয়াদ আবদুলহামিদ, আবদুলেলাহ আল মাল্কি, সালেহ আল শেহরি, হাসান আল তামবাকতি, সালমান আল ফারাজ (অধিনায়ক), সালেম আল দাউসারি, ফিরাস আল বুরাইকান।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply