থাইল্যান্ডের গুহা থেকে চার কিশোর উদ্ধার

|

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় দু’সপ্তাহ ধরে আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে চূড়ান্ত অভিযান আজ সকালে শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংবাদ মাধ্যম আল জাজিরার সূত্রে চার কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরদের গুহার কাছে সামরিক হাসপাতালে নেয়া হয়। এখন এদের স্বাস্থ্যগত পরীক্ষা করা হবে।

এতদিন জীবন-মৃত্যুর মাঝখানে থাকা কিশোরদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছেন থাইল্যান্ডবাসী।

এদিকে উদ্ধারকারী দল স্থানীয় সময় সকাল দশটায় গুহায় প্রবেশ করে। এর আগে উদ্ধারকারী দল, ডুবুরী, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেখে বাকী সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়।

গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়াতে তারা আর বাইরে বের হতে পারেনি। এরপর থেকে টানা ৯ দিন নিখোঁজ ছিল তারা। থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে।

এ অভিযানে যোগ দেন বহু দেশের সেরা সব বিশেষজ্ঞরা। গত ৩ জুলাই দুজন ব্রিটিশ ডাইভার গুহার ৪ মাইল ভেতরে প্রথম তাদের খুঁজে পান। এরপর তাদেরকে খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply