‘অসামান্য সেবা’ ও ‘বিশিষ্ট সেবা’ পদক পেয়েছেন ৩০ জন

|

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং ২০২১-২২ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের পদক প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। দেশ মাতৃকার সেবায় আত্ম নিয়োগ, প্রশংসনীয় ভূমিকা পালন ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেয়া হয়।

এ বছর ‘অসামান্য সেবা পদক পেয়েছেন ১০ জন আর বিশিষ্ট সেবা পদক পেয়েছেন ২০ জন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটআত্মীয়দের সাথে কুশল বিনিময় করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও সেনাসদস্যদের অবদান চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর এ আয়োজন করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply