Site icon Jamuna Television

এবার নতুন করে ব্লু ব্যাজ প্রদান স্থগিত করলো টুইটার

প্রতীকী ছবি

সাময়িকভাবে নতুন করে ব্লু ব্যাজ দেয়ার সেবা বন্ধ করেছে টুইটার। কিছুদিন পর সেবাটি আবার চালু হবে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক ইলন মাস্ক।

এক টুইট বার্তায় ইলন মাস্ক জানান, ফেইক অ্যাকাউন্ট বন্ধ করতে যত সময় লাগবে, ততদিন নতুন করে ব্লু ব্যাজ সাবক্রিপশন দেয়া বন্ধ থাকবে। আগামীতে ব্যক্তি ও সংগঠনের জন্য নীল রঙের পাশাপাশি অন্যান্য রঙের ব্যাজ দেয়ার সম্ভাব‍না রয়েছে। আগে ব্লু ব্যাজ চিহ্নটি রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ত্ব, সাংবাদিক ও পাবলিক ফিগারদের জন্য সংরক্ষিত ছিল। গেলো সপ্তাহে ১.৬ মিলিয়ন টুইটার ব্যবহারকারী বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি টুইটার ব্যবহারকারীদের ভেরিফিকেশন চিহ্ন হিসেবে ব্লু ব্যাজের জন্য মাসে ৮ ডলার ফি নির্ধারণ করেছেন ইলন মাস্ক।

/এমএন

Exit mobile version