বড় ব্যবধানের জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাতার বিশ্বকাপের শুরুতেই চোট সমস্যায় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেললেও প্রথম ম্যাচে তা যেনো বুঝতেই দিলেন না এমবাপ্পে-জিরুরা। দল হিসেবে দারুণ খেলে জিরুর জোড়া এবং রাবিও-এমবাপ্পের একটি করে গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বসেরার মুকুট ধরে রাখার প্রতিশ্রুতি দিলো ফ্রান্স।
বুধবার (২৩ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয় ফ্রান্স ও অস্ট্রেলিয়া।
ম্যাচের ৮ মিনিটেই অজি ফরোয়ার্ড লেকির ক্রস থেকে দারুণ এক শটে বল জালে জড়ান ক্রেইগ গুডউইন। এ সময়, ১-০ এর লিড ধরে রাখতেই এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে সকারুজরা। ফলে, শুরুতেই পিছিয়ে পড়াসহ ক্রমাগত আক্রমণে বেশ খানিকটা যেনো দিশেহারা হয়ে পড়ে ফ্রেঞ্চমেনরা।
কিন্তু, খেলা যখন বিশ্বচ্যাম্পিয়নদের সাথে তখন ভুল করার সুযোগ খুবই কম। আর, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভুলের ফল যে কতোটা মারাত্মক হতে পারে সেটি দেখা গেলো ম্যাচের ২৭ মিনিটে; আদ্রিয়েন রাবিও দুর্দান্ত এক হেডে সমতায় ফেরান ফ্রান্সকে। ব্যবধান দ্বিগুণ করতে এরপর মাত্র পাঁচ মিনিটের অপেক্ষা। ৩২ মিনিটে রাবিওর অ্যাসিস্ট থেকে পাওয়া বলে পা ছুঁইয়ে দারুণ এক গোলে ব্যবধান ২-১ করেন অলিভার জিরু।
এরপর, ম্যাচে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে দুদলই। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানেই প্রথমার্ধের বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতে একটু যেনো অগোছালোই দেখাচ্ছিল সকারুজদের। গোলকিপারের দক্ষতায় কয়েকদফা রক্ষা পেলেও শেষরক্ষা হয়নি তাদের। ৬২ মিনিটে আবারও অস্ট্রেলিয়ার জালে বল জড়ায় ফ্রান্স। এবার ডেম্বেলের বাড়ানো বলকে জাল চিনিয়েছেন তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পে।
এর ঠিক তিন মিনিটের মাথায় গোল পোস্টের সামনে জিরুকে বল এগিয়ে দেন এমবাপ্পে। জিরুর মাথা ছুঁয়ে বল জড়ায় জালে।
শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে কাতারে যাওয়া ফ্রান্সের সামনে অপেক্ষা করছে আরও বেশ কিছু চ্যালেঞ্জ। কিন্তু, আজকের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও যেভাবে ঘুরে দাঁড়ালেন দেশম শিষ্যরা তা জানান দিচ্ছে- ফ্রেঞ্চদের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন হতে যাচ্ছে যে কারো জন্যই।
/এসএইচ
Leave a reply