রুশ হামলায় বিদ্যুৎব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ইউক্রেন সরকার। রাশিয়ার হামলার কারণে বর্তমানে অন্ধকারে রয়েছে ইউক্রেনের প্রায় ১ কোটি মানুষ। তাই আসন্ন শীতে বিশেষ আশ্রয়কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
মঙ্গলবার (২২ নভেম্বর) এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এ ঘাষণা দেন। তিনি জানান, মানুষের দুর্ভোগ কমাতে আসন্ন শীতে চালু করা হবে কয়েক হাজার বিশেষ আশ্রয়কেন্দ্র। বিদ্যুৎ, পানি, রুম হিটারসহ মৌলিক সুবিধা মিলবে সেখানে।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রুশ হামলায় বিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ১ কোটি মানুষ অন্ধকারে রয়েছে। তাদের সুবিধার জন্য নতুন প্রকল্প নেয়া হয়েছে দেশজুড়ে। এরই মধ্যে ৪ হাজার আশ্রয়কেন্দ্র তৈরি হয়েছে। এ সংখ্যা আরও বাড়াতে কাজ চলছে। সব ধরনের মৌলিক সুবিধা মিলবে এসব কেন্দ্রে।
এসজেড/
Leave a reply