আজ জার্মানির প্রতিপক্ষ জাপান, স্পেন খেলবে কোস্টারিকার বিরুদ্ধে

|

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে আজ মাঠে নামছে সাবেক দুই চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। খেলা আছে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামেরও। কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে জার্মানি ও জাপান। আর রাত ১০টায় কোস্টারিকার মুখোমুখি হবে স্পেন।

গ্রুপ ‘ই’ এর প্রথম ম্যাচ এটি। জাপানকে একটু ভেবে চিন্তেই নামতে হবে চার বার বিশ্বকাপ জয়ী জার্মানির বিরুদ্ধে। কারণ জার্মানির গোলপোস্টে অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন ম্যানুয়েল নয়্যার। সেই সাথে মারিও গোটশে এবং টমাস মুলার তো আছেনই। কিন্তু চোটের কারণে মাঠে নামা হচ্ছে না লিরয় সানের। অন্যদিকে জাপানের মধ্যমাঠের খেলোয়াড় দাইচি কামাদারের দিকেই নজর থাকবে ভক্তদের। জার্মানের দ্রুতগতির ফুটবলকে সামলাতে সতর্কতার সাথেই খেলতে হবে জাপানের রক্ষণভাগের খেলোয়াড়দেরকে।

এদিকে ‘ই’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে স্পেন-কোস্টারিকা। দোহার আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। বিশ্বকাপে এবারের আসরসহ ১৭ বার খেলা স্পেনের সেরা সাফল্য ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়া। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে তাদের সামনে কোস্টারিকা। বিশ্বকাপে এর আগে কখনো দেখা হয়নি এই দুই দলের। কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপে তৃতীয় সফল দল কোস্টারিকা এবার নিয়ে তৃতীয়বারের মতো খেলছে বিশ্বসেরার মঞ্চে।

আরেক ম্যাচে রাতে মুখোমুখি হবে বেলজিয়াম-কানাডা। দোহার আহমদ বিন আলী স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে খেলা বেলজিয়ামের বিশ্ব সেরার মঞ্চে এটি ১৪তম অংশগ্রহণ। ডি ব্রুইনা, হ্যাজার্ডের মতো এক ঝাঁক ক্লাব ফুটবলের প্রতিষ্ঠিত তারকাদের নিয়ে গড়া বেলজিয়াম দল বিশ্বকাপের অন্যতম ফেভারিট। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের বিশ্বকাপ জেতার শেষ সুযোগ ধরা হচ্ছে এই আসরকে। কানাডার বিপক্ষে এখন পর্যন্ত একবার খেলেছে দলটি। ১৯৮৯ সালে ম্যাচটি তারা জিতেছিল ২-০ গোলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply