জেরুজালেমের একটি বাস স্টেশনে জোড়া বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন। বুধবারের ওই হামলায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন; প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
ইসরায়েলি পুলিশের দাবি, এটি ফিলিস্তিনিদের চালানো নাশকতা। শহর থেকে বের হওয়ার পথে অবস্থিত বাস স্টেশনে ঘটে প্রথম বোমাটির বিস্ফোরণ। আগেই পোতা ছিলো বোমাটি। বিস্ফোরণের ধাক্কা সামলে না উঠতেই, শহরের পূর্বাঞ্চলের আরেকটি বাসস্টপে চালানো হয় দ্বিতীয় বোমা হামলা।
বুধবার (২৩ নভেম্বর) ভোরে ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিমতীরে তথাকথিত সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালায়। এ সময়, তাদের ছোড়া গুলিতে প্রাণ যায় ১৬ বছর বয়সী এক কিশোরের। চলতি বছর, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২০০ ফিলিস্তিনির।
/এসএইচ
Leave a reply