তিন মন্ত্রীর পদত্যাগে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী

|

শিনজো আবের হত্যাকাণ্ডের পর জনপ্রিয়তা কমেছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার।

এক মাসেরও কম সময়ে পদত্যাগ করেছেন জাপানের তিন মন্ত্রী। আর, এতে বিপাকে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

গত রোববার (২০ নভেম্বর) জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী মিনোরু তেরাদা পদত্যাগ করেন। এর আগে, চলতি মাসে আইনমন্ত্রী এবং অক্টোবরে পদত্যাগ করেছেন অর্থনীতি পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী। এছাড়াও, একাধিক তহবিল সংক্রান্ত কেলেঙ্কারিতে প্রবল সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত জুলাইয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের পর থেকে প্রধানমন্ত্রী কিশিদার জনপ্রিয়তা কমে গেছে। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে তার জনসমর্থন নেমে আসতে দেখা গেছে ৩০ শতাংশের নিচে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply