প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর। দিনে তো বটেই, রাতেও মহাসমারোহে নেতা-কর্মীদের উচ্ছ্বাস দলীয় প্রধানের জনসভায় যোগ দেয়ার প্রস্তুতি নিয়ে।
নগরীর উপশহর কলেজ প্রাঙ্গনে গিয়ে দেখা গেছে রাত গভীর হলেও, আনন্দের কমতি নেই কর্মীদের। মাগুরাসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে জনসভায় যোগ দিতে আসা কর্মীরা উৎসাহ নিয়ে এখানেই রাতের খাবার রাঁধছেন ৷ দলীয় প্রধানের সফরে যোগ দেয়ার আনন্দ ছুঁয়ে গেছে বৃহত্তর যশোর-খুলনাসহ এ অঞ্চলের প্রতিটি এলাকায়।
এ প্রসঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, জননেত্রীর আগমনে কৃতজ্ঞতা জানাতেই সমাবেশস্থলে জনস্রোত বইবে। সকাল থেকেই দলে-দলে মিছিল নিয়ে, জনসমাবেশস্থলে যোগ দেবেন দূর-দূরান্ত থেকে আসা অগণিত নেতা-কর্মী।
আর পানি সম্পদ উপমন্ত্রী এ. কে. এম. এনামুল হক শামীম বলেন, এ অঞ্চলের স্মরণকালে বৃহৎ এ জনসভায় আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তি প্রদর্শন করবে। আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য নেতাকর্মীরা সর্বোচ্চ সচেষ্ট হয়ে মাঠে থাকবেন।
/এসএইচ
Leave a reply